॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার সকল উপজেলায় ‘আওয়ামী লীগের কাউন্সিল না করার নির্দেশ’ প্রত্যাহার করে নিয়েছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের,এমপি।
আজ ৩রা ডিসেম্বর সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানী ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের,এমপির সাথে রাজবাড়ী জেলা, বিভিন্ন উপজেলা ও পৌর কমিটির একদল নেতা সাক্ষাৎ করে উদ্ভুত পরিস্থিতি ব্যাখ্যা করার পর ওবায়দুল কাদের তার আগের(গত ১লা ডিসেম্বরের) নির্দেশ প্রত্যাহার করে রাজবাড়ীর সকল উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন শাখার সম্মেলন করার নির্দেশ দেন।
বৈঠকে এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি এবং রাজবাড়ী জেলার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সহ-সভাপতি ডাঃ শেখ মোঃ আব্দুস সোবহান, মোঃ আব্দুস সাত্তার, এডঃ গণেশ নারায়ণ চৌধুরী, ফকরুজ্জামান মুকুট, যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ মোঃ শফিকুল আজম মামুন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, প্রচার সম্পাদক এডঃ মোঃ সফিকুল হোসেন সফিক, উপ-দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ ভুঁইয়া, সদস্য আব্দুস সালাম মন্ডল, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ উজির আলী শেখ, সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সফি এবং ৫টি উপজেলা ও পাংশা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, এরআগে গত ১লা ডিসেম্বর সন্ধ্যায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব আকবর আলী মর্জি, সহ-সভাপতি ও রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ রফিকুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক মহসিন উদ্দিন বতু, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিঃ আমজাদ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, সাবেক ডেপুটি অ্যাটর্নী জেনারেল ফরহাদ হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহেল রানা টিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদেরের সাথে বৈঠক করে সংশ্লিষ্টদের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উত্থাপন করে রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলা ও অন্যান্য ইউনিটের সম্মেলন স্থগিত করার অনুরোধ জানায়। তখন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কাউন্সিল না হওয়া পর্যন্ত সকল উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল স্থগিত করেন এবং তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনের মাধ্যমে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের তা জানিয়ে দেন