॥দেবাশীষ বিশ্বাস॥ বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গতকাল ১২ই মে পপুলার লাইফ ইন্সুরেন্সের ‘জনপ্রিয় বীমা’র চেক বিতরণ করা হয়।
এ সময় ১৭জন গ্রাহককে মোট ৩লক্ষ ৭৮হাজার ৭১৬টাকার চেক হস্তান্তর করেন পপুলার লাইফ ইন্সুরেন্সের জনপ্রিয় বীমা’র প্রকল্প পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। চেক বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ রফিকুল ইসলাম মিয়া, নটাপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী আকবর শেখ, জনপ্রিয় বীমার সহকারী প্রকল্প পরিচালক রতন কুমার বিশ্বাস প্রমুখ।
জনপ্রিয় বীমা’র প্রকল্প পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম বলেন, নটাপাড়া শাখায় আজ মেয়াদপূর্তি গ্রাহকদের চেক হস্তান্তর করা করতে পেরে ভাল লাগছে। বীমা সম্পর্কে সাধারণ মানুষের ভ্রান্ত ধারণা দূর করতে পারলে বীমা খাত যেমন লাভবান হবে, তেমনি সঞ্চয় প্রবণতা বৃদ্ধি পাবে। বাংলাদেশের তৃণমূল মানুষের সঞ্চয় প্রবণতা অনেক কম। আমাদের কর্মীরা বাড়ী বাড়ী গিয়ে সাধারণ মানুষের কষ্টের টাকা সংগ্রহ করে আজ বড় একটি অর্থভান্ডারে দাঁড় করিয়েছে।
চেক নিতে আসা হামিদা বেগম(৩৪) বলেন, দীর্ঘ ১০ বছরের নানা ঘাত-প্রতিঘাত সহ্য করে আজ মেয়াদ শেষে টাকা পেয়ে সত্যি ভাল লাগছে। ৬৮হাজার ৯২টাকা পাওয়া গ্রাহক বাবলু বৈরাগীর স্ত্রী বলেন, প্রতি মাসে জমানো টাকা আজ বড় একটি উপকারে আসবে।