॥এম.এইচ আক্কাছ॥ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি টিম গতকাল ২রা ডিসেম্বর বিকালে গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লার পাড়া এলাকার নিজ বাড়ী থেকে ৩৬০ পুরিয়া(২০ গ্রাম) হেরোইনসহ দুলালী বেগম (৪০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত দুলালী বেগম গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডলের পাড়ার মঞ্জু সেখের স্ত্রী। সে মাদক বিক্রির টাকায় গোয়ালন্দ পৌর এলাকায় বাড়ী তৈরী সেখানেই বসবাস ও মাদক ব্যবসা করে আসছিল।
গ্রেফতারকৃত দুলালী বেগমকে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তরপূর্বক অভিযানে নেতৃত্ব দেয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক ধনঞ্জয় চন্দ্র মন্ডল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃত দুলালী বেগম জানায়, সে হেরোইনের পুরিয়াগুলো ১৫০ টাকা দরে খুচরা বিক্রি করে আসছিল। তার মধ্যে হেরোইন সরবরাহকারীরা পুরিয়া প্রতি ১০০ টাকা করে ও সে ৫০ টাকা করে পেতো। তবে সে তাকে হেরোইন সরবরাহকারীদের পরিচয় জানায়নি।