Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালী-পাংশায় ২টি কারখানা থেকে বিপুল পরিমানের নিষিদ্ধ পলিথিন জব্দ

॥মোক্তার হোসেন/মোখলেছুর রহমান॥ রাজবাড়ী জেলার কালুখালী ও পাংশায় দুইটি পলিথিন কারখানা থেকে বিপুল পরিমানের নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে র‌্যাব। এ ঘটনায় ৬জনকে ৩লক্ষ ৩০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল ১০ই মে বিকেলে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ২নং কোম্পানী ও ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ২নং কোম্পানীর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজবাড়ী কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির ও ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আবু সাঈদের উপস্থিতিতে র‌্যাবের একটি দল কালুখালীর বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় একটি পলিথিন ফ্যাক্টারীতে অভিযান চালায়। এ সময় ওই ফ্যাক্টারী থেকে প্যাকেটজাত করণ পলি রোল ২১০ কেজি, পলি দানা ৯৮ কেজি ও পলি ওয়েস্ট ৩৫০ কেজি জব্দ করাসহ ফ্যাক্টারী মালিক চাঁদ আলী, কর্মচারী খায়রুল মোল্লা ও আজিবর রহমানকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালত গঠন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির ফ্যাক্টারী মালিক চাঁদ আলীকে ১লক্ষ টাকা ও কর্মচারী খায়রুল মোল্লাকে ১৫হাজার ও আজিবর রহমানকে ১৫হাজার টাকা জরিমানা করেন।
এরপর অপর অভিযানে পাংশা শহরের নারায়নপুরে শিল্পকলা একাডেমী সংলগ্ন এম.আর ট্রেডার্স নামক পলিথিন কারখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ২০২০ কেজি নিষিদ্ধ পথিলিন জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির ফ্যাক্টারীর পরিচালক কামরুজ্জামানকে ১লক্ষ ৫০হাজার টাকা ও কর্মচারী আঃ রশিদকে ২৫হাজার এবং মাহাবুবকে ২৫হাজার টাকা জরিমানা করেন।
জব্দকৃত পলিথিনের মূল্য ৫লক্ষ ৮৫হাজার টাকা বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন।