Site icon দৈনিক মাতৃকণ্ঠ

আমিরাতে বিমানের ১০টি এজেন্টকে সম্মাননা প্রদান

॥আমিরাত থেকে ওবায়দুল হক মানিক॥ সংযুক্ত আরব আমিরাতে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ১০টি এজেন্ট ও ১টি জিএসএ’কে সম্মাননা প্রদান করা হয়েছে।
গত ২৬শে নভেম্বর দুবাইস্থ লে মেরিডিয়ান হোটেলে ‘ট্রাভেল পার্টনার এপ্রিসিয়েশন গালা ২০১৯’-এ জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিক্রয় অবদানের জন্য ১০টি এজেন্টকে সম্মাননা এবং ৪৫বছর সহযোগী হিসেবে কাজ করায় ডানাটাকেও বিশেষ সম্মাননা দেওয়া হয়। তাদের হাতে সম্মাননা তুলে দেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান।
এ সময় বিমানের মার্কেটিং এন্ড সেলস ডিরেক্টর মোহাম্মদ শওকত হোসাইন, দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোঃ ইকবাল হোসেন খান, ডানাটার পরিষেবা প্রশাসক হেসা মুরাদ, বিমানের দুবাই ও উত্তর আমিরাতের আঞ্চলিক ব্যবস্থাপক দিলীপ কুমার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিমানের পক্ষ থেকে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ার লাইন্স সবসময় সঠিক ও উন্নত সেবা দিতে প্রস্তুত। বিশেষ করে প্রবাসীদের সেবায় সবসময়ই নিয়োজিত। আরও জানানো হয়, দুবাই ভিত্তিক সেলস টার্গেটের চেয়ে ৪ শতাংশ বেশী হওয়ায় বিমানের পক্ষ থেকে আগামী বছর থেকে আমিরাতের এজেন্সিগুলোকে আকর্ষণীয় প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সির প্রতিনিধি, বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ এবং বাংলাদেশের দূতাবাস ও দুবাই কনস্যুলেটের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।