মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৮:৩০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বালিয়াকান্দির পাটুরিয়া গ্রামে ব্যাংক কর্মকর্তার বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯

॥তনু সিকদার সবুজ॥ কৃষি ব্যাংকের বালিয়াকান্দি শাখার সিনিয়র অফিসার সমরেন্দ্র নাথ দাসের বহরপুর ইউনিয়নের পাটুরিয়া গ্রামের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। গত ২৬শে নভেম্বর দিনগত মধ্য রাতে এ ঘটনা ঘটে।
সমরেন্দ্র নাথ দাসের ভাই কুমুদ চন্দ্র দাস জানান, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ৫/৭জনের একদল মুখোশধারী ডাকাত দেশী ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে পাকা বসত ঘরের বারান্দার গ্রীল কেটে ভিতরে ঢুকে দরজা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে বাড়ীর সকলকে হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রেখে নগদ ১লক্ষ ২২ হাজার টাকা, ১৫ভরি স্বর্ণালংকার ও ১টি পালসার মোটর সাইকেল নিয়ে যায়। পরে মোটর সাইকেলটি পার্শ্ববর্তী চরগুয়াদাহ গ্রামের একটি বাঁশ বাগান থেকে উদ্ধার হয়।
খবর পেয়ে গতকাল ২৭শে নভেম্বর সকালে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ফজলুল করিম এবং বালিয়াকান্দি থানার অফিসার ওসি একেএম আজমল হুদা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় ব্যাংক কর্মকর্তা সমরেন্দ্রনাথ দাসের ভাই কুমুদ চন্দ্র দাস বাদী হয়ে বালিয়াকান্দি থানায় এজাহার দায়ের করলে সেটি ডাকাতির পরিবর্তে দস্যুতা মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা জানান, ডাকাতির সাথে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!