॥তনু সিকদার সবুজ॥ বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর আয়োজনে গতকাল ২৭শে নভেম্বর সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সরকারী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা ও মৃত্যু দাবীর চেক হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক(অতিরিক্ত সচিব) ড. শেখ মহঃ রেজাউল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ইভিপি ও ফরিদপুর ডিভিশনের ইনচার্জ মাহবুবুল মাওলা রিপন, জেইভিপি এন্ড ফরিদপুর ডিভিশনের ইনচার্জ(দাবী) মুঃ মুনীরুল ইসলাম, অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, উপজেলা মৎস্য কর্মকর্র্তা(অঃ দাঃ) রবিউল হক, আমার বাড়ী আমার খামার প্রকল্পের কর্মকর্তা বিধান দাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান আলী, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম ও জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভা শেষে অতিথিগণ ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীতে জীবন বীমাকারী কামরুজ্জামানের স্ত্রী ও নমিনী রহিমা বেগমের হাতে ২লক্ষ টাকার মৃত্যু দাবীর চেক হস্তান্তর করেন।