বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় রাজবাড়ীতে আলোচনা সভা

  • আপডেট সময় বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯

॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল ২৬শে নভেম্বর বেলা ১১টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় বর্তমান সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।
জেলা তথ্য অফিসার(ভারপ্রাপ্ত) শাহিন মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী সরকারী কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ফকরুজ্জামান মুকুট, অন্যান্যের মধ্যে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মহসিন উদ্দিন বতু, রাজবাড়ী সরকারী কলেজের ছাত্র আরাফাত হোসেন শিমুল ও রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রাজিয়া সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার প্রধান অতিথি জেলা প্রশাসক দিলসাদ বেগম তার বক্তব্যে বলেন, আমাদের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাস্তবে রূপ দিতে বাংলাদেশকে আজ সমৃদ্ধির অগ্রযাত্রার পথে অনেকদূর এগিয়ে নিয়ে গেছেন। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার দেশের উন্নয়নের মহাপরিকল্পনার রূপরেখা প্রণয়ন করেছে। যার আওতায় সরকার এসডিজি বাস্তবায়নের মাধ্যমে ২০২১ সালে মধ্যে মধ্য আয়ের এবং ২০৪১ সালে মধ্যে একটি উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। আর এসব কাজ সফলভাবে বাস্তবায়নের জন্য বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের মধ্যে ধারণ করতে হবে। আজকে যদি এই দেশ স্বাধীন না হতো তাহলে কিন্তু আমি জেলা প্রশাসক হতাম না। এই দেশে এত উন্নয়ন হতো না, আমরা পরাধীন থাকতাম। দেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমাদের উন্নয়ন থেমে নেই। আমাদের জায়গার পরিমাণ কম তাহলেও কৃষকরা ধানের উৎপাদন বৃদ্ধি করেছে। মাছের উৎপাদন বৃদ্ধিসহ প্রায় সকল ক্ষেত্রেই দেশ এগিয়ে যাচ্ছে। দুর্নীতি বন্ধ করতে পারলে দেশের আরো উন্নয়ন করা সম্ভব। যারা দুর্নীতির সাথে জড়িত হবে তাদেরকে সামাজিকভাবে বর্জন করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সকলকে সচেতন হতে হবে। বাইরের দেশ থেকে আমাদের দেশে লোক এনে কাজ করাতে হয়। আমাদের মেধাগুলো কাজে লাগছে না। যদি শিক্ষার্থীরা ভালোভাবে বুঝে শুনে পড়ালেখা করে তাহলে কিন্তু তাদের মেধা বিকশিত হবে। বাইরে থেকে আর লোক এনে কাজ করাতে হবে না। খেয়াল রাখতে হবে কোনভাবেই যেন আমাদের দেশ পিছিয়ে না যায়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!