॥কবির হোসেন॥ রাজবাড়ী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গতকাল ৯ই মে সন্ধ্যা ৬টায় জেলার গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া শাহাদত মেম্বার পাড়ায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম হেরোইনসহ নজরুল ইসলাম(৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত নজরুল ইসলাম উত্তর দৌলতদিয়া শাহাদত মেম্বার পাড়ার মৃত লোকমান আলী সেখের ছেলে। অভিযানের সময় তার নিকট থেকে উল্লেখিত হেরোইনের পাশাপাশি মাদক বিক্রিত ২৬ হাজার ৬১০ টাকা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি সিম্ফনি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিমে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক রাজীব মিনা’র নেতৃত্বে বিভাগীয় স্টাফগণ অভিযানে অংশগ্রহণ করেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবী, উদ্ধারকৃত ৩০০ গ্রাম হেরোইনের মূল্য ৩০লক্ষ টাকা।
পরে খবর পেয়ে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা রাজবাড়ী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে যান এবং অভিযানে অংশ নেওয়া টিমকে ধন্যবাদ জানান। তিনি সাংবাদিকদের বলেন, মাদক বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৌলতদিয়া থেকে ৩০০ গ্রাম হেরোইনসহ ১জন গ্রেফতার
