বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:০৯ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী পৌর ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী পৌর ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল ২৩শে নভেম্বর সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পৌর ছাত্রলীগের বিদায়ী কমিটির সভাপতি শাওন মিয়া টাইসনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল পাঠানের পরিচালনায় সম্মেলনে অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ শফিকুল আজম মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন সফিক, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ উজির আলী শেখ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আল মাসুদ, রাজবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আলমগীর শেখ তিতু, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, সিনিয়র সহ-সভাপতি নাহিদুল হক রাজু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, সদর থানা ছাত্রলীগের সভাপতি শামসুল সালেহীন অপু, সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে সভাপতি পদে ৪জন এবং সাধারণ সম্পাদক পদে ১০জন প্রার্থী হন। পরে সভাপতি পদে বিদায়ী কমিটির সহ-সভাপতি ওয়ালিদ হাসান শান্তকে সমর্থন জানিয়ে একজন তার প্রার্থীতা প্রত্যাহার করে নিলে ৩জন এবং সাধারণ সম্পাদক পদে ৫জন প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ায় ৫জন চূড়ান্তভাবে প্রার্থী হিসেবে থেকে যান। তাদের মধ্যে কোন সমঝোতা না হওয়ায় জেলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ২/৩ দিনের মধ্যে আলোচনার মাধ্যমে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করবেন। তাদের মধ্যে সভাপতি পদে বিদায়ী কমিটির সহ-সভাপতি ওয়ালিদ হাসান শান্ত সব দিক দিয়ে এগিয়ে রয়েছেন বলে পৌর ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!