বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:১৩ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বন্দি রাখায় সাংবাদিককে ১৮ কোটি ডলার প্রদানে ইরানকে মার্কিন আদালতের নির্দেশ

  • আপডেট সময় রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯

॥আন্তর্জাতিক ডেস্ক॥ যুক্তরাষ্ট্রের একটি আদালত গত শুক্রবার ইরানী বশোদ্ভূত আমেরিকান এক সাংবাদিককে কারাগারে বন্দি রাখায় ক্ষতিপূরণ হিসেবে প্রায় ১৮ কোটি ডলার দিতে ইরান সরকারকে নির্দেশ দিয়েছে। গুপ্তচর বৃত্তির দায়ে তেহরান ২০১৪ সালে তাকে কারাদন্ড দিয়েছিল। খবর এএফপি’র।
মার্কিন জেলা আদালতের এক বিচারক ১৮ মাস ধরে কারাগারে বন্দি রাখায় যন্ত্রণা ও ভোগান্তির পাশাপাশি আর্থিক লোকসানের ক্ষতিপূরণ হিসেবে জেসন রেজায়ান ও তার পরিবারকে এ অর্থ দেয়ার নির্দেশ দেন। কারাগারে বন্দি থাকার সময় তিনি শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। তার ঘুমের ব্যাঘাত ঘটেছে, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছেন এবং প্রাণনাশের হুমকিতে ছিলেন।
রেজায়ানের নিয়োগকর্তা দ্য ওয়াশিংটন পোস্ট জানায়, আদালতের এ সিদ্ধান্ত একেবারে প্রতীকি। ইরান এ মামলার ব্যাপারে কোন জবাব দেয়নি। তেহরান এ ক্ষতিপূরণ দেবে বলে মনে হয় না।
ইরানি বশোদ্ভূত আমেরিকান নাগরিক রেজায়ান গ্রেফতার হওয়ার সময় ওয়াশিংটন পোস্টের তেহরান সংবাদদাতা ছিলেন। তিনি ইরানের একটি কারাগারে ৫৪৪ দিন কাটান। যুক্তরাষ্ট্রে বন্দি ইরানের সাত নাগরিকের বিনিময়ে ২০১৬ সালের জানুয়ারীতে তিনি মুক্তি পান।
ইরানী বশোদ্ভূত তার স্ত্রী ইয়াগানাহকেও তার সাথে গ্রেফতার করা হলেও দু’মাস পর তাকে ছেড়ে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!