॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী জেলা পরিবার পরিল্পনা কমিটির মাসিক সভাসহ বিভিন্ন কমিটির কয়েকটি সভা গতকাল ১৯শে নভেম্বর কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টায় জেলা পরিবার পরিকল্পনা কমিটি এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা ও সমন্বয় কমিটির মাসিক সভায় জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ আজমসহ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, আমরা যে যেখানেই কাজ করি না কেন আমাদেরকে সমন্বয় করে কাজ করতে হবে। সমন্বয় করে কাজ করলে আমাদের যে উদ্দেশ্য বাস্তবায়িত হবে। অন্তঃসত্ত্বা নারীদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিতে হবে। কমিউনিটি ক্লিনিকে সেবা নেওয়ার ব্যাপারে উৎসাহ প্রদান করতে হবে। প্রতিটি স্কুলে কিশোরী ছাত্রীদের বিনামূল্যে স্যানিটারী ন্যাপকিন দেয়ার ব্যবস্থা করা যায় কিনা তা গুরুত্ব সহকারে দেখা হবে।
এরপর বেলা ১২টায় একই স্থানে অনুষ্ঠিত জেলা এনজিও সমন্বয় কমিটির সভায় জেলা পরিষদের চেযারম্যান ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌস, এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, টিএমএসএস-এর শাখা ব্যবস্থাপক আছাদুজ্জামানসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।
এছাড়াও একই স্থানে বেলা ১১টায় জেলা কৃষি ঋণ কমিটির, বিকাল ৪টায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা মনিটরিং কমিটির এবং মডেল ও সাধারণ কেয়ারটেকার নিয়োগ কমিটির সভা অনুষ্ঠিত হয়।