রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে দৃষ্টান্ত স্থাপন

  • আপডেট সময় বুধবার, ২০ নভেম্বর, ২০১৯

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানার উদ্যোগে ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে জনসেবার বিরল দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।
পাংশা বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে সংশ্লিষ্ট এলাকার জিআর ও সিআর মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে। ডিজিটাল ব্যানারে শত শত আসামীদের নামের তালিকা দেখতে কৌতুহলী মানুষ ভিড় করছে।
এদিকে দৃশ্যমান স্থানে ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা দেখে অনেকেই থানা পুলিশকে প্রশংসা করেছেন। সাধারণ লোকজনের অভিমত- এতে করে ওয়ারেন্টভুক্ত আসামীরা বিষয়টি জানতে পারছে এবং আদালতে হাজিরা দেওয়ার সুযোগ পাচ্ছেন। ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে দেওয়ার বিষয়টি থানা পুলিশের জনসেবার বিরল দৃষ্টান্ত বলে অভিমত জানায় সচেতন মহল।
এ ব্যাপারে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ জানান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,পিপিএম(বার)-এর সার্বিক দিক নির্দেশনায় জনসাধারণের সেবাপ্রদানে থানা পুলিশ বদ্ধপরিকর। ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে দেওয়ার ফলে অনেক আসামী আদালতে হাজিরা দিয়ে রিকল থানায় জমা দিচ্ছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং অপরাধ প্রবণতারোধে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!