শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ১ম দিনে রাজবাড়ীতে অনুপস্থিত ৬৩০জন

  • আপডেট সময় সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯

॥চঞ্চল সরদার॥ শান্তিপূর্ণ পরিবেশে রাজবাড়ী জেলায় প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা গতকাল ১৭ই নভেম্বর শুরু হয়েছে। প্রথম দিনে ইংরেজী পরীক্ষায় অনুপস্থিত ছিল ৬৩০ জন পরীক্ষার্থী।
রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্র জানায়, প্রথম দিনে প্রাথমিকে রাজবাড়ী সদরের ডিআরভূক্ত পরীক্ষার্থীদের সংখ্যা ছিলো ৫ হাজার ৯শত ৭৬ জন। পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন ৫ হাজার ৮শত ৫০ জন। অনুপস্থিত ছিলো ১২৬ জন পরীক্ষার্থী।
পাংশায় উপজেলায় পরীক্ষার্থী ছিলো ৪ হাজার ৩শত ৫২ জন। উপস্থিত ছিলো ৪ হাজার ২শত ৯৬ জন। অনুপস্থিত ছিলো ৫৬ জন।
বালিয়াকান্দিতে পরীক্ষার্থী ছিলো ৩ হাজার ৪শত ৫৫ জন। উপস্থিত ছিলো ৩ হাজার ৩শত ৯৩ জন। অনুপস্থিত ছিলো ৬২ জন।
গোয়ালন্দে পরীক্ষার্থী ছিলো ২ হাজার ১শত ১ জন। উপস্থিত ছিলো ২ হাজার ৪০ জন। অনুপস্থিত ছিলো ৬১ জন।
কালুখালীতে পরীক্ষার্থী ছিলো ২ হাজার ৯শত ১৯ জন। উপস্থিত ছিলো ২ হাজার ৮শত ৫৯জন। অনুপস্থিত ছিলো ৬০ জন। মোট ডিআরভূক্ত পরীক্ষার্থী ছিলো ১৮ হাজার ৮শত ৩ জন। উপস্থিত ১৮ হাজার ৪শত ৩৮ জন। অনুপস্থিত ছিলো মোট ৩৬৫ জন ছাত্র-ছাত্রী।
ইবতেদায়ী পরীক্ষায় রাজবাড়ী সদরের ডিআরভূক্ত পরীক্ষার্থীদের সংখ্যা ছিলো ৫ শত ৫৭ জন। পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন ৪শত ৭৯ জন। অনুপস্থিত ছিলো ৭৮ জন পরীক্ষার্থী।
পাংশায় উপজেলায় পরীক্ষার্থী ছিলো ৫শত ৪৫ জন। উপস্থিত ছিলো ৪শত ৬০ জন। অনুপস্থিত ছিলো ৮৫ জন।
বালিয়াকান্দিতে পরীক্ষার্থী ছিলো ২শত ২৮জন। উপস্থিত ছিলো ১শত ৮৯জন। অনুপস্থিত ছিলো ৩৯ জন। গোয়ালন্দে পরীক্ষার্থী ছিলো ১শত ৯ জন। উপস্থিত ছিলো ৯১ জন। অনুপস্থিত ছিলো ১৮ জন। কালুখালীতে পরীক্ষার্থী ছিলো ১শত ৯২ জন। উপস্থিত ছিলো ১শত ৪৭ জন। অনুপস্থিত ছিলো ৪৫জন। মোট ডিআরভূক্ত পরীক্ষার্থী ছিলো ১ হাজার ৬শত ৩১ জন। উপস্থিত ১ হাজার ৩শত ৬৬ জন। অনুপস্থিত ছিলো মোট ২৬৫ জন ছাত্র-ছাত্রী।
প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় রাজবাড়ী জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ২০ হাজার ৪শত ৩৪ জন। পরীক্ষায় উপস্থিত ছিলো ১৯ হাজার ৮শত ৪জন। অনুপস্থিত ছিলো ৬শত ৩০জন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!