শুক্রবার, ২২ মার্চ ২০২৪, ০৯:০২ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

আজ শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা॥রাজবাড়ীতে পরীক্ষার্থী ২০হাজার ৪৩০জন

  • আপডেট সময় রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ সকল প্রস্তুতি সম্পন্ন শেষে আজ ১৭ই নভেম্বর সকল সাড়ে ১০টায় একযোগে সারাদেশের ন্যায় রাজবাড়ীতে ইংরেজী পরীক্ষার মাধ্যমে শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা।
এবারে রাজবাড়ী জেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ১৮হাজার ৮শত ৩জন শিক্ষার্থী এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ১হাজার ৬শত ২৭জন সর্বমোট ২০হাজার ৪শত ৩০জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। আগামী ২৪শে নভেম্বর গনিত পরীক্ষার মাধ্যমে এই পরীক্ষা সমাপ্ত হবে।
রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী এবারে রাজবাড়ী জেলার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ১৮হাজার ৮শত ৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৮হাজার ৭শত ৫৮জন ছাত্র ও ১০হাজার ৪৫জন ছাত্রী এবং ইফতেদায়ী শিক্ষা সমাপনীতে ১হাজার ৬শত ২৭জন শিক্ষার্থীর মধ্যে ৯শত ৪৭জন ছাত্র ও ৬শত ৮০জন ছাত্রী অংশগ্রহণ করবে।
এদের মধ্যে বাংলা ভার্সনে ১৮হাজার ৭শত ৯০ জন ইংরেজী ভার্সনে ১০ জন এবং ইবতেদায়ীতে ১হাজার ৬শত ২৭জন পরীক্ষার্থী রয়েছে।
রাজবাড়ী সদর উপজেলায় ২০টি কেন্দ্রে প্রাথমিকে ৫হাজার ৯শত ৭৬ জনের মধ্যে ২ হাজার ৭শত ২৪ জন ছাত্র ও ৩হাজার ২শত ৫২জন ছাত্রী এবং ইবতেদায়ীতে ৫শত ৫৭ জনের মধ্যে ৩শত ৫৩ জন ছাত্র ২শত ৪জন ছাত্রী, পাংশা উপজেলার ১৩টি কেন্দ্রে প্রাথমিকে ৪হাজার ৩শত ৫২ জনের মধ্যে ২হাজার ১শত ৬জন ছাত্র ও ২হাজার ২ শত ৪৬ জন ছাত্রী এবং ইবতেদায়ীতে ২শত ২৮জনের মধ্যে ৩ শত ৭ জন ছাত্র ও ২শত ৩৮ জন ছাত্রী, বালিয়াকান্দি উপজেলার ৮টি কেন্দ্রে প্রাথমিকে ৩ হাজার ৪শত ৫৫ জনের মধ্যে ১হাজার ৬শত ২৯ জন ছাত্র ও ১হাজার ৮ শত ২৬ জন ছাত্রী এবং ইবতেদায়ীতে ২শত ২৮ জনের মধ্যে ১শত ১১জন ছাত্র ও ১ শত ১৭জন ছাত্রী, গোয়ালন্দ উপজেলার ৫টি কেন্দ্রে প্রাথমিকে ২হাজার ১শত ১জনের মধ্যে ৯শত ৫৩ জন ছাত্র ও ১হাজার ১শত ৪৮জন ছাত্রী এবং ইবতেদায়ীতে ১শত ৫জনের মধ্যে ৬০জন ছাত্র ও ৪৫জন ছাত্রী, কালুখালীতে ৯টি কেন্দ্রের প্রাথমিকে ২হাজার ৯শত ১৯ জনের মধ্যে ১হাজার ৩শত ৪৬ জন ছাত্র ও ১হাজার ৫শত ৭৩ জন ছাত্রী এবং ইবতেদায়ীতে ১শত ৯২ জনের মধ্যে ১শত ১৬জন ছাত্র ও ৭৬জন ছাত্রীর পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের ২শত গজের মধ্যে ১৪৪ ধারা জারী থাকবে। পরীক্ষা সংশ্লিষ্টরা আর পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পাড়বে না।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!