॥মইনুল হক মৃধা॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ আল জামিয়া আরাবিয়া কওমী মাদ্রাসা মাঠে গতকাল শনিবার হাজী ইসলাহী ইজতেমা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
ট্রাভেলস এজেন্সি আনিকা এভিয়েশনের আয়োজনে অনুষ্ঠান পরিচালনা করেন আনিকা এভিয়েশনের পরিচালক মাওলানা আমিনুল ইসলাম।
প্রতি বছরের মতো এ বছরও গতকাল শনিবার সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত গোয়ালন্দ, রাজবাড়ীসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত ৫শতাধিক হাজিদের সমন্বয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কিভাবে পবিত্র হজ্ব পালন করবেন? কিভাবে সুষ্ঠ ও সুন্দরভাবে হজ্ব সম্পন্ন করতে হবে? এ ধরনের নানা বিষয়সহ দিনের ওপর আলোকপাত করা হয়। অনুষ্ঠানে আনিকা এভিয়েশনের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ মজুমদার, পরিচালক মাওলানা আমিনুল ইসলাম, মুফতি ইসমাতুল্লাহ কায়েসী ও গোয়ালন্দ টেক্সটাইলস মিলস লিমিটেডের পরিচালক মোঃ আলাউদ্দিন মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
এ ছাড়া অনুষ্ঠানে গোয়ালন্দ, রাজবাড়ীর বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মুফতি ফায়েক ফরিদপুর।
এ সময় দেশের সকল হাজীসহ মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়। দোয়া মোনাজাত শেষে জোহরের নামাজ আদায় করা হয়। শেষে সকল হাজীদের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।