শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৫২ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকবর আলী মর্জি উচ্চ বিদ্যালয় এমপিওভুক্ত হওয়ায় আনন্দের জোয়ার

  • আপডেট সময় শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯

॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকবর আলী মর্জি উচ্চ বিদ্যালয়টি সম্প্রতি এমপিও হয়েছে। বিদ্যালয়টি এমপিওভূক্ত হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
গত ২রা নভেম্বর প্রতিষ্ঠানটি এমপিওভূক্ত হয়। বিদ্যালয়টি এমপিওভূক্ত ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, ম্যানেজিং কমিটি, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও ইউনিয়নবাসী।
রাজবাড়ী জেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুরে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকবর আলী মর্জি বিগত ২০০৯ সালে ‘বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকবর আলী মর্জি উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠা করেন। পাশাপাশি তিনি বিগত ২০১২ সালে ‘বীর মুক্তিযোদ্ধা মর্জি-দেলোয়ারা কলেজ’ প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রতিষ্ঠান দুইটিতে শত শত শিক্ষার্থী লেখাপড়া করছে।
প্রতিষ্ঠাতা আলহাজ্ব আকবর আলী মর্জি বলেন, বিদ্যালয়টি এমপিওভূক্ত ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। আশা রাখি আগামী দিনে প্রতিষ্ঠানটি রাজবাড়ী জেলায় একটি মডেল উচ্চ বিদ্যালয় হিসাবে গড়ে উঠবে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক কল্যানী রানী বৈদ্য বলেন, আমাদের দীর্ঘদিনের পরিশ্রম সফল হয়েছে। আমরা প্রধানমন্ত্রীর নিকট চির কৃতজ্ঞ। সকলের দোয়া নিয়ে আমরা আমাদের শিক্ষার্থীদের লেখাপড়া ও প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করি।
মর্জি-দেলোয়ারা কলেজের একাউন্টিং বিভাগের প্রভাষক সুশান্ত দাস বলেন, বিদ্যালয়টি এমপিওভুক্তির মাধ্যমে সকলের স্বপ্ন আজ বাস্তবায়িত হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের কলেজটিও এমপিওভুক্তির মাধ্যমে আমাদের পরিশ্রমের সঠিক মূল্যায়ন হবে।
বসন্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মির্জা বদিউজ্জামান বাবু বলেন, আলহাজ্ব আকবর আলী মর্জির কঠোর সাধনা, ত্যাগ আর তীব্র ইচ্ছাশক্তির ফলেই আজকের এ প্রাপ্তি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আমরা চির কৃতজ্ঞ। আমাদের বিশ্বাস কলেজটিও অচিরেই এমপিওভুক্তির মাধ্যমে এলাকাবাসীর স্বপ্ন পূরণ হবে।
মর্জি-দেলোয়ারা কলেজের গভর্নিং বডির সদস্য ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মির্জা ফরিদুজ্জামান হাবিবুল বলেন, প্রতিষ্ঠান দুটি এমপিও ভুক্তির মাধ্যমে এলাকাবাসীর স্বপ্ন বাস্তবায়িত হোক। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। তার নির্দেশে বিদ্যালয়টি আজ তার যোগ্য স্বীকৃতি পেয়েছে। আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী কলেজটিও দ্রুত এমপিও ভুক্তি করবেন।
উল্লেখ্য, ২০১৪ সালে ‘বীর মুক্তিযোদ্ধা মর্জি-দেলোয়ারা কলেজ’ পাশের হারের হিসাবে রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ কলেজ হিসাবে বিবেচিত হয়।
অপরদিকে ২০১৬, ২০১৭ সালে মাধ্যমিক পরীক্ষায় ‘বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকবর আলী মর্জি উচ্চ বিদ্যালয়’ শতভাগ পাশের হারের কৃতিত্ব অর্জন করে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!