॥স্টাফ রিপোর্টার॥ ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বিদ্যানন্দীন বাজার এলাকা থেকে গতকাল ১৩ই নভেম্বর সকালে ২৩০ পিস ইয়াবা ও মাদক ব্যবসায়ের কাজে ব্যবহৃত ২টি সিমযুক্ত ১টি মোবাইল সেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আটককৃত মাদক ব্যবসায়ী ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কৈখালী গ্রামের মৃত খোরশেদ মোল্লার ছেলে সুজন মোল্লা(৪২)।
ফরিদপুর র্যাব-৮ সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, গোপন সংবাদের মাধ্যমে র্যাব জানতে পারে সুজন মোল্লা নামের এক মাদক ব্যবসায়ী ভাঙ্গা বিদ্যানন্দীন বাজার এলাকায় দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে। বিষয়টি অনুসন্ধানে নিশ্চিত হয়ে গতকাল ১৩ই নভেম্বর সকাল সাড়ে ১০টায় বিদ্যানন্দী বাজারস্থ’ হাফিজুর রহমানের দোকানের সামনে মাদক কেনাবেচা করার সময় মাদক ব্যবসায়ী সুজন মোল্লা (৪০)কে হাতেনাতে ২৩০পিস ইয়াবা ও মাদক ব্যবসায়ের কাজে ব্যবহৃত ২টি সিমযুক্ত ১টি মোবাইল সেটসহ আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে দীর্ঘদিন যাবৎ অবৈধ ভাবে ভাঙ্গা উপজেলাসহ ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা ভাবে অবৈধ মাদক ইয়াবা বিক্রি করে আসছিল।
এ বিষয়ে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছে।