Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী-২ আসনের এমপি জিল্লুল হাকিম ও তার পুত্র মিতুল এবারও জেলার সেরা করদাতা

॥স্টাফ রিপোর্টার॥ ২০১৮-২০১৯ কর বছরে সর্বোচ্চ কর প্রদানকারী ক্যাটাগরীতে রাজবাড়ী জেলার সর্বোচ্চ করদাতা হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম “সেরা করদাতা” এবং তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা ক্যাটাগরিতে হিসেবে তার পুত্র আশিক মাহমুদ মিতুলকে “সেরা করদাতা” মনোনীত করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল ঢাকা-৩।
গত ৭ই নভেম্বর ঢাকা কর অঞ্চল-৩ কমিশনারের কার্যালয় থেকে কর কমিশনার মাহবুব হোসেন পৃথক পত্রের মাধ্যমে তাদেরকে সম্মাননা ও ট্যাক্স কার্ড গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
এ উপলক্ষে ঢাকার হোটেল রিডিসন ব্লু এর ওয়াটার গার্ডেনে আজ ১৪ই নভেম্বর বিকাল ৫টায় আয়োজিত ২০১৮-২০১৯ অর্থ বছরের জাতীয়ভাবে সেরা করদাতাগণকে ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাদেরকে সম্মাননা ও ট্যাক্স কার্ড প্রদান করা হবে বলে কর অঞ্চল-৩ কমিশনারের কার্যলয় সূত্রে জানা যায়।
উল্লেখ্য, ২০১৭-২০১৮ কর বছরে রাজবাড়ী জেলার সেরা করদাতার হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এবং তার পুত্র আশিক মাহমুদ মিতুল জেলার সর্বোচ্চ আয়কর প্রদানকারী হিসেবে “সেরা তরুণ করদাতা-২০১৮” সম্মাননায় ভূষিত হন।
এরআগে ২০১৬-২০১৭ কর বছরে রাজবাড়ী জেলা ও জাতীয় পর্যায়ে সর্বোচ্চ কর পরিশোধের জন্য প্রথম বারের মতো জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর) সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ও তার পরিবারকে ‘কর বাহাদুর পরিবার’ হিসেবে ট্যাক্স কার্ড, সনদপত্র ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করে।