Site icon দৈনিক মাতৃকণ্ঠ

আগামী ১৩ই নভেম্বর মীর মশাররফ হোসেনের ১৭২তম জন্মবার্ষিকী

॥স্টাফ রিপোর্টার॥ আগামী ১৩ই নভেম্বর বাংলা সাহিত্যের অমর সৃষ্টি ‘বিষাদ সিন্ধু’র রচয়িতা কালজয়ী সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭২তম জন্মবার্ষিকী।
এ উপলক্ষে বাংলা একাডেমীর উদ্যোগে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদীস্থ মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুই দিনব্যাপী একক গ্রন্থমেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে ১৩ই নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা।
বাংলা একাডেমীর মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক দিলসাদ বেগম, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান, একক বক্তা হিসেবে লেখক ও গবেষক ড. ইসরাইল খান এবং স্বাগত বক্তা হিসেবে বাংলা একাডেমীর সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন উপস্থিত থাকবেন।
ওই দিন সন্ধ্যায় একই স্থানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১৩ ও ১৪ই নভেম্বর দুই দিনব্যাপী সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একক গ্রন্থমেলা (মীর মশাররফ হোসেনের রচিত) অনুষ্ঠিত হবে।