বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

গোয়ালন্দ ঘাট থানার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯

॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার চার পুলিশ কর্মকর্তাকে গত ৫ই নভেম্বর রাতে ক্লোজড করা হয়েছে।
রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের নির্দেশে তাদেরকে গোয়ালন্দ ঘাট থানা থেকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। প্রশাসনিক কারণে তাদেরকে ক্লোজড করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানা সুত্র জানায়, গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক(এস.আই) পরিমল কুমার বিশ^াস, সহকারী উপ-পরিদর্শক(এএসআই) মোঃ শওকত আলী, সৈয়দ আলী ও সোহেল রানাকে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে সম্প্রতি দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান সংক্রান্ত বিষয় নিয়ে নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে রাজবাড়ী পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় এ ধরনের আদেশ এসেছে। তবে কি কারণে তাদেরকে ক্লোজড করা হয়েছে বলা হয়নি। এ ব্যাপারে আমারও জানা নেই। আর কোন চার কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে তাও সঠিকভাবে আমার জানানেই।
এ ব্যাপারে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,পিপিএম(বার) বলেন, তাদের বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের কারণেই তাদেরকে থানা থেকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। একই সাথে তাদের বিরুদ্ধে উঠে আসা নানা অনিয়মের অভিযোগ তদন্ত করা হবে। তদন্তে দোষী প্রামানিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!