শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:০৮ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

নবায়নযোগ্য জ্বালানীর উৎস থেকে ২হাজার ৬৪৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার

  • আপডেট সময় বুধবার, ৬ নভেম্বর, ২০১৯

॥সৈয়দ শুকুর আলী শুভ॥ জলবায়ু-নিরাপদ ভবিষ্যতের কথা বিবেচনা করে সরকার টেকসই উন্নয়ন নিশ্চিত করার পরিকল্পনার অংশ হিসেবে বেসরকারী খাতকে উৎসাহিত করার মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানী উৎস থেকে ২,৬৪৬.৫৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পদক্ষেপ নিয়েছে।
গতকাল ৫ই নভেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘আমরা একটি দ্রুত পর্যায়ের নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির জন্য কাজ করছি। ২০২০ সালের মধ্যে আমাদের মোট বিদ্যুৎ চাহিদার কমপক্ষে ১০ শতাংশ উৎপাদন করার পরিকল্পনা রয়েছে।’
তিনি বলেন, পর্যায়ক্রমে নবায়নযোগ্য জ্বালানী উৎস থেকে ২,৬৪৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রচেষ্টা চলছে, কারণ দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক বৃদ্ধি এবং একটি দেশের টেকসই উন্নয়নের জন্য জ্বালানী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নসরুল হামিদ বলেন, ‘বর্তমানে মোট জনসংখ্যার প্রায় ৯৫ শতাংশ বিদ্যুতের সুবিধা পেয়েছে এবং বর্তমান বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২২,৫৬২ মেগাওয়াট। আমরা এখন নবায়নযোগ্য জ্বালানী উৎস থেকে ৬২৫.০১ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছি।’
বাংলাদেশ এখন পর্যন্ত ৫২ লাখ সোলার হোম সিস্টেম(এসএইচএস) ইনস্টল করেছে এবং নবায়নযোগ্য জ্বালানী ব্যবহার করা দেশগুলোর বৈশ্বিক তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, আমরা নবায়নযোগ্য জ্বালানীর উৎস থেকে বিদ্যুৎ বৃদ্ধিতে বেসরকারী খাতকে সরকারের পাশাপাশি কাজ করতে উৎসাহ দিচ্ছি।
এ বিষয়ে আলাপকালে বিদ্যুৎ সেলের মহাপরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তবধর্মী নির্দেশনার সঙ্গে আমাদের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিদ্যুৎ খাতকে এগিয়ে নিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছেন।’
তিনি বলেন, ‘বর্তমানে নবায়নযোগ্য জ্বালানীর উৎস থেকে ২,৬৪৬.৫৪ মেগাওয়াট ক্ষমতার মোট উৎপাদন ক্ষমতা সম্পন্ন প্রায় ২১টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিভিন্ন পর্যায়ে রয়েছে, এরমধ্যে বেশিরভাগই সৌর ভিত্তিক।
তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানী নীতি অনুসারে, সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা(এসডিজি) অর্জনের জন্য নবায়নযোগ্য জ্বালানী প্রকল্পে সরকারী ও বেসরকারী উভয় খাতের উদ্যোক্তাদের বিনিয়োগের সুযোগ দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!