বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:১০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস গত ৩রা নভেম্বর রোহিঙ্গাদের নিরাপদে ফিরে যাওয়া নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন।
মিয়ানমারের কার্যত প্রধান অং সান সুকির সামনেই তিনি এ আহ্বান জানান।
ব্যাংককে দক্ষিণ পূর্ব এশিয়ার নেতৃবৃন্দের এক শীর্ষ সম্মেলনে গুতেরেস রোহিঙ্গাদের দুর্দশা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এ সময় অং সান সুকিও সেখানে উপস্থিত ছিলেন।
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের প্রেক্ষাপটে ৭ লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা পালাতে বাধ্য হয়। তাদের অধিকাংশই প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয়। রাখাইনের এ সহিংসতাকে জাতিসংঘ তদন্তকারীরা গণহত্যার সামিল বলে অভিহিত করে।
উল্লেখ্য মিয়ানমার রোহিঙ্গাদের নাগরিকত্বের স্বীকৃতি দেয় না।
গুতেরেস বলেন, শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছা, মর্যাদাপূর্ণ, ও টেকসই প্রর্ত্যাবাসনের অনুকূল পরিবেশ নিশ্চিত করা মিয়ানমারের দায়িত্ব।
গুতেরেসের এই বক্তব্যের সময় ওই কক্ষে সুকি ভাবলেশহীনভাবেই বসেছিলেন।
মাত্র কয়েকশ রোহিঙ্গা এ পর্যন্ত মিয়ানমারে ফেরত গেলেও বাদবাকিরা বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটিতে ফিরে গেলে আরো বেশি নির্যাতনের মুখে পড়ার ভয় পাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!