Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় জেএসসি-জেডিসিতে ১ম দিনে অনুপস্থিত ১০৯জন

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ২রা নভেম্বর শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত জেএসসি ও জেডিসি পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ১০৯জন। জেএসসি বাংলা বিষয়ে ও জেডিসিতে কুরআন তাজবীর বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা যায়, জেএসসিতে পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১হাজার ৫০জন পরীক্ষার্থীর মধ্যে ৮জন, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৯৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১০জন ও মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১হাজার ৬৫১জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯জন অনুপস্থিত ছিল। জেডিসিতে পাংশা সিদ্দিকীয়া সিনিয়র মাদরাসা কেন্দ্রে ৫০৭জন পরীক্ষার্থীর ৪১জন ও পাংশা শাহ জূঁই (রঃ) কামিল মাদরাসা কেন্দ্রে ৪শ’ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯জন অনুপস্থিত ছিল। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে এ বছরই প্রথম কেন্দ্র হিসেবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে এ বিদ্যালয়ে ভেন্যূ কেন্দ্র হিসেবে জেএসসি ও এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেএসসি ও জেডিসি পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।