॥এম.এইচ আক্কাছ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দে নানা আয়োজনে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে গতকাল ২রা নভেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর বের করা হয় র্যালী।
উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালীটি বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা সমবায় কর্মকর্তা বি.এম নজরুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সাবেক উপজেলা সমবায় অফিসার কে.এম সাইফুল্লাহ ও আঃ রশিদ ফকির প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং সমবায় আন্দোলনকে এগিয়ে নেয়ার আহ্বান জানান। বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দসহ সমবায়ীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।