॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলাসহ ২৪ জেলায় নতুন জেলা প্রশাসক(ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। গত ২রা মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০৭ নম্বর প্রজ্ঞাপনে আদেশ জারী করে মাঠ প্রশাসনে রদবদল করা হয়।
রাজবাড়ী জেলাসহ চট্টগ্রাম, রাজশাহী, খুলনা বগুড়া, যশোর, নীলফামারী, টাঙ্গাইল, নোয়াখালী, মানিকগঞ্জ, ফেনী, সুনামগঞ্জ, গাজীপুর, পটুয়াখালী, চুয়াডাঙ্গা, জয়পুরহাট, ঝিনাইদহ, মাদারীপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লক্ষ্মীপুর, নড়াইল, মাগুরা ও ঝালকাঠিতে নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার। প্রজ্ঞাপনে বিদ্যুৎ বিভাগের উপ-সচিব মোঃ শওকত আলীকে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ১৭তম বিসিএস(প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা।
এছাড়াও গতকাল ২রা মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর ৩৭৬ নম্বর প্রজ্ঞাপনের আদেশ রাজবাড়ীর জেলা প্রশাসক জিনাত আরাকে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব করা হয়েছে। উল্লেখ্য, ১৫তম বিসিএস(প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা জিনাত আরা গত ২/২/২০১৬ তারিখে জেলা প্রশাসক হিসেবে রাজবাড়ীতে যোগদানের পর গত ১৫মাস সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালের ১লা মার্চ জেলা সৃস্টির পর তিনি রাজবাড়ীর ২০তম এবং নারীদের মধ্যে চতুর্থ জেলা প্রশাসক ছিলেন।
এ খবর লেখা পর্যন্ত সদ্য নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ শওকত আলীর রাজবাড়ীতে যোগদান এবং জেলা প্রশাসক জিনাত আরা’র বিদায়ের দিনক্ষণ জানাযায়নি।