॥মোহাম্মদ গোলাম আলী॥ রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গা ৩নং সড়কের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শেখ এম.এ মাজেদ মজনু(৭২) আর নেই।
গত ২৯শে অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল ৩০শে অক্টোবর বাদ জোহর রহিমুন্নেছা মসজিদ প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযার নামাজের পূর্বে জেলা পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধাগণসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জানাযার নামাজে অংশগ্রহণ করেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার (২৩শে অক্টোবর) ঢাকার রামপুরার বাসায় স্ট্রোক করলে তাকে পান্থপথের বিআরবি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতালের আইসিইউতে কয়েকদিন থাকার পর মঙ্গলবার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪কন্যাসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে আগামীকাল ১লা নভেম্বর বাদ জুম্মা রহিমুন্নেছা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মরহুম শেখ মোসলেহ উদ্দিনের পুত্র শেখ এম.এ মাজেদ মজনু জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর কাস্টমস সুপারিনডেন্ট পদ থেকে অবসর গ্রহণের পর মৃত্যুর আগ পর্যন্ত বিটিভিতে অনারিয়াম সার্ভিসে কর্মরত ছিলেন।
তিনি রাজবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কমিশনার শেখ সদর উদ্দিন চুন্নুর বড় ভাই এবং সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনূর আক্তার বিউটির ভাসুর ছিলেন। মুক্তিযুদ্ধ শুরুর পর ভারতের বিহার রাজ্যের চাকুরিয়া আর্মি ক্যাম্পে গেরিলা প্রশিক্ষণ নিয়ে ৮নং সেক্টরের ৬টি রণাঙ্গনে মেজর মঞ্জুরের নেতৃত্বে আর্মিদের সাথে সাহসিকতার সাথে যুদ্ধ করেন।