॥হেলাল মাহমুদ॥ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা উপলদ্ধি ও সংগ্রামী ইতিহাস জানানোর উদ্দেশ্যে সারা দেশব্যাপী ‘বিজয় ফুল’ প্রতিযোগিতা শুরু হয়েছে।
প্রতিযোগিতার বিষয়সমূহের মধ্যে রয়েছে- বিজয় ফুল তৈরী, গল্প, কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, একক অভিনয়, চলচ্চিত্র নির্মাণ, দলগত দেশাত্মবোধক গান ও জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা।
স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে স্বীকৃতিপ্রাপ্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আন্তঃ শ্রেণী প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয়ে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এরই ধারাবাহিকতায় গতকাল ২৯শে অক্টোবর রাজবাড়ী টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই বিজয় ফুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আন্তঃ শ্রেণীর শিক্ষার্থীরা কবিতা রচনা, গল্প লেখা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, বিজয় ফুল তৈরী, একক অভিনয়, দলগত দেশাত্মবোধক ও জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী প্রতিযোগিতার শেষে বিকালে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সফিকুল ইসলাম সফি, সহ-সভাপতি খোন্দকার আব্দুল মতিন, প্রধান শিক্ষক জুন কক্স ও অভিভাবক আতিয়ার রহমান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাপলা আক্তার। এ সময় বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।