॥এম.এইচ আক্কাস॥ যৌনকর্মীদের বিকল্প পেশায় স্থানান্তর ও সামাজিকভাবে পুনর্বাসনের অংশ হিসেবে গতকাল ৪ঠা মে দুপুরে রাজবাড়ী জেলার গোয়ালন্দে ৫জন যৌনকর্মীকে ৫টি সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারী সংগঠন ‘আলোর দিশারী মহিলা উন্নয়ন সংস্থা’ গোয়ালন্দ পৌরসভা এলাকায় তাদের কার্যালয়ে এ সহযোগিতা প্রদান করে।
রাজবাড়ীর জেলা প্রশাসক জিনাত আরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিনগুলো বিতরণ করেন।
আলোর দিশারী মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও রাজবাড়ী জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নুরজাহান বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ বদরুদ্দোজা শুভ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক গৌতম কুমার দে, জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া শাহনাজ খানম ও মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।