॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীতে লাগাতারভাবে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলার ক্ষুদ্র শিল্পের মালিক ও শ্রমিকরা। গতকাল ৪ঠা এপ্রিল বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালিত হয়।
এতে জেলা সিপিবি’র সভাপতি আঃ সামাদ মিয়া, ক্ষুদ্র ওয়ার্কশপ ব্যবসায়ী শাহিন শেখ, শহিদুল ইসলাম, আলমগীর, আসাদ শেখ, মমিন শেখ ও মিন্টু প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, সামান্য একটু বৃষ্টি হলেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেন বিদ্যুৎ বিভাগ। এভাবে চলে দীর্ঘ কয়েক ঘন্টা। লাগাতারভাবে রাজবাড়ীতে বিদ্যুৎ বিভ্রাটের কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত এ সমস্যা সমাধান না করা হলে আন্দোলন ছাড়া উপায় থাকবে না বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন এসব ক্ষুদে ব্যবসায়ী ও শ্রমিকরা।