Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলায় ১৭দিন ইলিশ ধরা বন্ধ থাকলে উৎপাদন বাড়তো ৫ হাজার টন

॥হেলাল মাহমুদ॥ প্রধান প্রজনন মৌসুম হওয়ায় দেশব্যাপী ইলিশ ধরার উপর ২২দিনের সরকারী নিষেধাজ্ঞা চলছে। ইতিমধ্যে (২৫শে অক্টোবর পর্যন্ত) নিষেধাজ্ঞার ১৭দিন অতিবাহিত হয়েছে।
এ সময়কালে রাজবাড়ী জেলার ৮৫ কিলোমিটার এলাকার পদ্মা নদী থেকে মোবাইল কোর্টের অভিযানে প্রায় ৩ হাজার পিস মা ইলিশ জব্দ করে বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। এর বাইরে আরও অন্তত ৫০ গুণ মা ইলিশ নিধন হয়েছে।
জেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, শুধুমাত্র উদ্ধারকৃত ৩ হাজার ইলিশ বাঁচানো গেলেই প্রায় ৫ হাজার টন উৎপাদন বাড়তো। অভিযানের বাইরে থাকা ধরে নেয়া ইলিশের হিসাব করলে যার পরিমাণ আরও অনেক বেশী।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোহাঃ মজিনুর রহমান বলেন, একেকটি মা ইলিশ গড়ে দুই থেকে তিন লক্ষ করে ডিম পাড়ে। অভিযানের ১৭দিনে রাজবাড়ী জেলায় ৩হাজার ইলিশ উদ্ধার হয়েছে। এর মধ্যে পুরুষ ইলিশের সংখ্যা বাদ দিলে যা থাকে সেই হিসেবে করলেও দেখা যায়, মাছগুলো ধরা না হলে কয়েক কোটি ডিম পাড়তো, যা থেকে ইলিশের উৎপাদন অন্তত ৫হাজার টন বাড়তো। উদ্ধারকৃত ইলিশের বাইরে জেলেরা আরও অন্তত কয়েকগুণ মা ইলিশ ধরেছে, যা না ধরলে উল্লেখিত পরিমাণের চেয়ে উৎপাদন আরও অনেক বাড়তো।