শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

কমিউনিটি পুলিশিং ডে’র অনুষ্ঠানে গান গাইলেন এমপি কাজী কেরামত আলী

  • আপডেট সময় রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯

॥হেলাল মাহমুদ॥ কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে গতকাল ২৬শে অক্টোবর র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে রাজবাড়ী জেলা পুলিশ।
অনুষ্ঠানের গেস্ট অব অনার রাজবাড়ী-১ আসনের এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী ভুপেন হাজারিকার কালজয়ী ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না’-গানটি গেয়ে সকলকে মুগ্ধ করেন।
রাজবাড়ী পুলিশ লাইন্সের ড্রিলশেডে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম(বার) এর সভাপতিত্বে আলোচনা সভায় গেস্ট অব অনার রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম, বিশেষ অতিথি জেলা প্রশাসক দিলসাদ বেগম, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহউদ্দিন, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক আবুল হোসেন, সদস্য সচিব আহমেদ নিজাম মন্টু ও রাজবাড়ী থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ ফজলুল করিম। আলোচনা পর্বের শেষে দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
এর আগে সকালে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন্সের ড্রিলশেডে গিয়ে শেষ হয়। আমন্ত্রিত অতিথিগণ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এছাড়াও বিকালে পুলিশ লাইন্সে প্রীতি ফুটবল ম্যাচ ও সন্ধ্যায় ড্রিলশেডে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!