॥কালুখালী প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৩০টি স্কুল ও মাদ্রাসার মধ্যে বৈজ্ঞানিক সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
গতকাল ২১শে অক্টোবর সকালে রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই বৈজ্ঞানিক সরঞ্জাম বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলিউজ্জামান চৌধুরী টিটো আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মাহমুদ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, একাডেমিক সুপারভাইজার ইমতিয়াজ দেওয়ান মুরাদ, রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী ও সহকারী প্রধান শিক্ষক হাফিজুর রহমান হাফিজসহ স্কুল-মাদ্রাসাগুলোর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সেসিপ প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিতরণকৃত বৈজ্ঞানিক সরঞ্জামের মধ্যে অণুবীক্ষণ যন্ত্রসহ ১০১৮টি করে সরঞ্জাম রয়েছে।