॥তনু সিকদার সবুজ॥ পর্নগ্রাফী ছড়ানোর দায়ে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারের আবু আসলাম পিটু(২১) নামে এক কম্পিউটার দোকানীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ২০শে অক্টোবর দুপুরে বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মোঃ সজীবের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে এই জরিমানা করা হয়। আবু আসলাম পিটু জামালপুরের পার্শ্ববর্তী ফরিদপুরের মধুখালী উপজেলাধীন জগতীপুর গ্রামের আবু আওয়াল সেখের ছেলে।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মোঃ সজীব জানান, পর্নগ্রাফী ছড়ানোর অভিযোগের ভিত্তিতে আবু আসলাম পিটু’র জামালপুর বাজারস্থ কম্পিউটারের দোকানে অভিযান চালানো হয়। এ সময় তার কম্পিউটারের হার্ডডিস্ক চেক করে পর্নগ্রাফীর সত্যতা পাওয়া যাওয়ায় পর্নগ্রাফী নিয়ন্ত্রণ আইন-২০১২ এর ৮ (ক) ধারায় তাকে ১৫হাজার টাকা জরিমানা করা হয়।