॥রাকিবুল ইসলাম॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল ১৯শে অক্টোবর দুপুরে রতনদিয়া সর্বজনীন মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক সভায় এই কমিটি গঠন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাস এবং সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার।
সভায় পূজা উদযাপন পরিষদের কালুখালী উপজেলা ও ৭টি ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে আলোচনাক্রমে রণজয় কুমার বসু ও যাদব কুমার দত্তকে উপজেলা পূজা উদযাপন পরিষদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কালুখালীতে পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন
