॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ৯টি কেন্দ্রে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেনের ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সমাপনী(পিইসি) পরীক্ষার চূড়ান্ত মডেল টেস্ট পরীক্ষা চলছে।
গতকাল ১৯শে অক্টোবর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা গেছে, শান্তিপূর্ণভাবে পরীক্ষা চলছে। পরীক্ষা কেন্দ্রের বাইরে শৃঙ্খলা বজায় রাখার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।
খাগজানা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, ৪০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। পরীক্ষা কেন্দ্রে খাগজানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, চরচিলকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, গৌরাঙ্গপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস হোসেন, লুৎফর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুবায়ের হোসেন, ধামচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুমার কর, আমবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুক্তা খানম, হামরাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরা খানম, পাঁচটিকরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইতি রাণী সরকার, বোয়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার সাহা এবং বিল শ্যামসুন্দরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবজাল হোসেন উপস্থিত রয়েছেন।
পরীক্ষার বিষয়ে জানতে চাইলে অভিভাবকগণ বলেন, পরীক্ষার পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ। বর্তমান সরকার শিক্ষার ব্যাপারে যে যথেষ্ট আন্তরিক তা এতে প্রমাণিত হয়। এমন শিক্ষা ব্যবস্থার কারণেই বর্তমানে দেশের শিক্ষার হার অনেক বেড়েছে।
উল্লেখ্য, পরীক্ষায় গত ১৫ই অক্টোবর থেকে শুরু হওয়া এই পরীক্ষা আগামীকাল ২১শে অক্টেবর সমাপ্ত হবে।