রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

কবি সালাম তাসিরের কবিতা আবৃত্তি অনুষ্ঠান

  • আপডেট সময় শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭

॥স্টাফ রিপোর্টার॥ মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের আয়োজনে গতকাল ২৮শে এপ্রিল বিকেলে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কবি সালাম তাসির-এর কবিতা আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. ফকীর আব্দুর রশীদ চিশ্তী, একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক মনসুর-উল-করিম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান ও রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আবু মুসা বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের আহবায়ক কবি সালাম তাসির তার সদ্য রচিত ‘জিহাদ ভালবাসা’ নামের কবিতাটি আবৃত্তি করাসহ অন্যান্যদের মধ্যে রমজান সাবেরী ‘সোনালী ধানের মাঠ’, প্রফুল্ল ভৌমিক ‘নন্দিতা তোমাকে মনে পড়ে’, লিয়াকত নাজির ‘চায়ের কাপে অতলান্তি ঢেউ’, ইউসুফ বাশার আকাশ ‘রাতের নীহারিকা’, মনোয়ার হোসেন মনি ‘নক্ষত্রের নকশীকাঁথা’, তাহমিনা মুন্নি ‘লাবণ্যর আত্মত্যাগ’, আওয়াল আনোয়ার ‘চৈতী চাঁদের আরশীতে বৈশাখ’, ফারহানা মিলি ‘চাঁদের অনল’, জান্নাতুল ফেরদৌস ‘ইচ্ছে সব’ এবং আসিফ মাহমুদ ফারুক ‘সোনার প্রতিমা’সহ তুলি, রথ, আলিসা, প্রান্ত, জুবায়ের, মিরুনা বানু, স্বর্ণালী স্বর্ণা, আসাদুজ্জামান, ফারহানা মিমি, সিমি, সাদ মোহাম্মদ সাদী, দেলোরাজ ও অন্যান্যরা কবি সালাম তাসিরের রচিত কবিতা আবৃত্তি করেন।
উল্লেখ্য, কবি সালাম তাসির নামে পরিচিত রাজবাড়ী সরকারী কলেজের সহঃ অধ্যাপক আব্দুস সালাম মন্ডলের কয়েকটি কবিতার বই প্রকাশিত হয়েছে, যা কবিতা অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!