শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ইলিশ রক্ষা অভিযানে রাজবাড়ীতে ৯দিনে ১০৭ জেলের জেল-জরিমানা

  • আপডেট সময় শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯

॥চঞ্চল সরদার॥ প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরার বিরুদ্ধে ২২দিনের সরকারী নিষেধাজ্ঞার প্রথম ৯দিনে গতকাল ১৭ই অক্টোবর দুপুর পর্যন্ত রাজবাড়ী জেলায় ভ্রাম্যমাণ আদালতের ৮০টি অভিযান পরিচালনার মাধ্যমে ১০৭ জন জেলেকে আটক করে জেল-জরিমানা এবং জব্দকৃত ৩ লক্ষ মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস, ৪টি নৌকা নিলামে বিক্রি ও ৭৮৩ কেজি ইলিশ মাছ বিভিন্ন এতিমখানা-মাদ্রাসা ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।
জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, আটককৃত ১০৭ জন জেলের মধ্যে ৯৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তার মধ্যে ৮০ জনকে ১৫ দিনের, ১২ জনকে ১৭ দিনের এবং ৭ জনকে ২০ দিনের জেল দেয়া হয়েছে। অপর ৮ জনের নিকট থেকে মোট ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বিভিন্ন উপজেলার ইউএনও, এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও অভিযানে নেতৃত্ব দেন। মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও আনসার সদস্যগণ অভিযানে সহযোগিতা করে।
জেলা মৎস্য অফিসার মোঃ মজিনুর রহমান বলেন, সরকারী নিষেধাজ্ঞার শুরু থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলায় প্রায় ৮৫ কিলোমিটার নদী রয়েছে, যার পুরোটাতে সবসময় নজরদারী করা সম্ভব না হওয়ায় অনেক জায়গায় জেলেরা নদীতে নেমে পড়ে। তবে নিষেধাজ্ঞা অমান্য করে তারা যাতে ইলিশ মাছ ধরতে না পারে সে ব্যাপারে আমরা সচেষ্ট রয়েছি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!