Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে কালুখালীতে র‌্যালী-আলোচনা সভা

॥মনির হোসেন॥ বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গত ১৩ই অক্টোবর সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তন অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার বলেন, বাল্য বিয়ে একটি সামাজিক ব্যাধি। সে জন্য বাল্য বিয়ে হতে দেয়া যাবে না। বাল্য বিয়ের ফলে পারিবারিক ও সামাজিক সমস্যা সৃষ্টি হয়। বাল্য বিয়ের শিকার মেয়েদের জীবন ঝুঁকির মধ্যে থাকে। তাই সকলকে বাল্য বিয়ের ব্যাপারে সচেতন থাকতে হবে।