Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দৌলতদিয়ায় পদ্মা নদী থেকে আটক ১১জন জেলের ১৫দিনের কারাদন্ড

॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদী থেকে ইলিশ মাছ ধরার সময় আটক ১১জন জেলেকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গতকাল ১৪ই অক্টোবর ভোর রাতে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ ও দৌলতদিয়া নৌ-ফাঁড়ি পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।
সাজাপ্রাপ্ত জেলেরা হলো ঃ নিয়ামত শেখ(৩৫), জসিম কাজী(২২), মজিবর ভক্ত(৩০), আবু বকর(৩০), ফজলু সরদার(৪৯), দুলাল ফকির(৫৫), জিন্না খা(৩২), আবু বকর মোল্লা(২৬), খবির মোল্লা(২৯), নূর আলী শেখ(৫০) ও শাহাদত মন্ডল(২০)। তাদের বাড়ী রাজবাড়ী জেলার গোয়ালন্দ, সদর ও পাবনার আমিনপুর উপজেলার বিভিন্ন এলাকায়।
অভিযানকালে মনির শেখ(১৫) নামের এক কিশোরকে আটক করা হলেও অপ্রাপ্তবয়ষ্ক হওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়। এছাড়াও অভিযানের সময় সাজাপ্রাপ্ত জেলেদের কাছ থেকে আটক কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।