॥মনির হোসেন॥ ২২ দিনব্যাপী ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনে রাজবাড়ীর কালুখালী উপজেলায় গতকাল ৯ই অক্টোবর বিকালে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
কালুখালী উপজেলার হরিণবাড়ীয়া এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে এই জাল জব্দ করে নদীর পাড়ে জনসম্মুখে ধ্বংস করা হয়। এ সময় কালুখালী উপজেলা নির্বাহী অফিসার ও ইলিশ রক্ষা সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি কামরুন নাহার, উপজেলা মৎস্য কর্মকর্তা ও টাস্কফোর্স কমিটির সদস্য সচিব আব্দুস সালাম, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু, ক্ষেত্র সহকারী হাসানুর জামান হিমু প্রমুখ উপস্থিত ছিলেন।