॥স্টাফ রিপোর্টার॥ দৌলতদিয়া ঘাট এলাকায় নদী ভাঙন দেখতে আসা মানুষের ওপর বেধড়ক লাঠিচার্জ করেছেন গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম। গতকাল ৩রা অক্টোবর বিকাল ৫টার দিকে দৌলতদিয়ার ১ নং ফেরী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় ওসি’র লাঠির আঘাতে রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভপতি এবং দৈনিক আমাদের অর্থনীতি ও আমাদের সময় ডট কমের জেলা প্রতিনিধি ইউসুফ মিয়া আহত হন। তার ক্যামেরাও ক্ষতিগ্রস্ত হয়।
হঠাৎ এমন লাঠিচার্জের ব্যাপারে জানতে চাইলে গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলাম বলেন, পানি উন্নয়ন বোর্ডের নদী ভাঙন প্রতিরোধ কাজ বিঘিœত হওয়ায় লোকজনকে ছত্রভঙ্গ করার জন্য তিনি ও তার সাথে থাকা থানার একজন পুলিশ সদস্য লাঠিচার্জ করেন।
সাধারণ মানুষ ও সংবাদকর্মীর ওপর লাঠিচার্জের ঘটনায় রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি শিহাবুর রহমান এবং জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময় টিভির জেলা প্রতিনিধি করিম ইসহাক, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, গাজী টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমানসহ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
ঘটনার সময় উপস্থিত থাকা ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস বলেন, হঠাৎ করে নদী ভাঙন দেখতে আসা মানুষের ওপর পুলিশের এমন লাঠিচার্জ অত্যন্ত দুঃখজনক। তিনি ওসির লাঠির আঘাতে আহত সাংবাদিক ইউসুফ মিয়াকে উদ্ধার করেন।
এ বিষয়ে রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার) বলেন, এমন হওয়ার কথা নয়। যদি হয়ে থাকে তাহলে তা দুঃখজনক। এ ব্যাপারে খোঁজ নেয়া হবে। ওসির বাড়াবাড়ির প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।