॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাগমারা গ্রামের এক গৃহবধূ (২৫)কে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে সে বাদী হয়ে একই এলাকার ২ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছে।
গত ২৬শে সেপ্টেম্বর মামলাটি দায়েরের পর ট্রাইব্যুনালের বিচারক মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য জেলা সমাজসেবা অফিসারকে নির্দেশ দিয়েছেন। অভিযুক্তরা হলো ঃ বাগমারা গ্রামের ছবদার শেখের ছেলে সোহাগ শেখ (২৫) এবং একই গ্রামের মৃত ছলেমান মিজির ছেলে সিডু মিজি (৩০)।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ওই গৃহবধূর স্বামী ঢাকার একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরী করে। সে বাড়ীতে না থাকার সুযোগে একই এলাকার সোহাগ ও সিডু বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে তাকে ধর্ষণের ফন্দি আঁটে। গত ২১শে সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ওই গৃহবধূ তার বসতঘরের মধ্যে আড়াই বছর বয়সী মেয়েকে বুকের দুধ খাওয়াতে খাওয়াতে মা-মেয়ে দু’জনেই ঘুমিয়ে পড়ে। এমন সময় সোহাগ ও সিডু ঘরে ঢুকে গামছা দিয়ে তার মুখ বেঁধে ফেলে এবং বাধা দিয়ে গলা টিপে মেরে ফেলার ভয় দেখিয়ে টেনে-হিঁচড়ে কাপড়-চোপড় খুলে তাকে ধর্ষণের চেষ্টা করতে থাকে। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তিতে মেয়ের ঘুম ভেঙ্গে গেলে সে কান্নাকাটি করতে থাকে। এর মধ্যে গৃহবধূর মুখ থেকে গামছা সরে গেলে সেও চিৎকার করা শুরু করে। এতে স্থানীয় লোকজন এলে সোহাগ ও সিডু তাকে ছেড়ে দিয়ে দৌড়ে পালিয়ে যায়।