॥স্টাফ রিপোর্টার॥ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে গত ২রা অক্টোবর বালিয়াকান্দি উপজেলার বেরুলী বাজারে অভিযান চালানো হয়।
অভিযানকালে ক্ষতিকর হাইড্রোজ দিয়ে জিলাপী তৈরীর দায়ে সোহান মিষ্টান্ন ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ধারায় ২ হাজার টাকা এবং অবৈধভাবে গ্যাসের সিলিন্ডারের ব্যবসা করার দায়ে মা বাবা এন্টারপ্রাইজকে একই আইনের ৫২ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি হাইড্রোজ দিয়ে তৈরী ৭ কেজি জিলাপী জনসম্মুখে ধ্বংস করা হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক, বালিয়াকান্দি উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর পনিরুজ্জামান পনির এবং জেলা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে। এছাড়াও অভিযানকালে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার পরামর্শ ও লিফলেট-প্যাম্পলেট বিতরণসহ পেঁয়াজ ব্যবসায়ীদের মজুতদারী ও অতিরিক্ত মূল্যে বিক্রির বিষয়ে সতর্ক করা হয়।