মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে ‘বৈশ্বিক প্রতিযোগিতার উৎপাদনশীলতা’-প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসন ও বিসিকের যৌথ আয়োজনে গতকাল ২রা অক্টোবর সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় কালেক্টরেটের আ¤্রকানন চত্ত্বর থেকে র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল করিম, রাজবাড়ী বিসিক (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন)-এর সহকারী মহাব্যবস্থাপক এম.এম ইবাদত হক প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ এবং রাজবাড়ী বিসিক শিল্প নগরীর শিল্প মালিকগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, বর্তমান সরকার উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের শিল্প প্রতিষ্ঠনগুলোর উৎপাদন আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আরো বাড়ানোর লক্ষ্যে ২০১০ সালে শিল্প নীতি প্রণয়নসহ ২০১১ সাল থেকে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের এই ক্ষুদ্র দেশে ১৭ কোটির অধিক জনসংখ্যা হওয়া সত্ত্বেও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে উদ্বৃত্ত খাদ্যসহ অন্যান্য সামগ্রী বিদেশে রপ্তানী করতে সক্ষম হয়েছি। অথচ আজ থেকে বিশ বছর আগে জনসংখ্যা কম থাকলেও খাদ্যসহ অধিকাংশ জিনিসেই আমরা আমাদের চাহিদা পূরণ করতে পারতাম না। বিদেশ থেকে আমাদের খাদ্য আমদানী করতে হতো। সুতরাং আমাদের পিছিয়ে থাকার দিন শেষ। বর্তমানে আমাদেরকে ২০৩০ সালের এসডিজি বাস্তবায়ন ও ২০৪১ সালের উন্নত বাংলাদেশের স্বপ্ন নিয়ে কোন কৃষি জমি নষ্ট না করে যে শিল্পগুলো আছে সেগুলোর উৎপাদনশীলতা বৃদ্ধির চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে। তবেই আমরা দেশকে বর্তমান প্রধানমন্ত্রীর স্বপ্নের উন্নত-আধুনিক দেশে পরিণত করার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবো।
সভায় বিসিকের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে রাজবাড়ী বিসিককে আরো আধুনিক করে গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর আওতায় রাজবাড়ী বিসিক শিল্প নগরীতে যেসব প্লট মালিকগণ প্লট নিয়ে দীর্ঘদিনেও কোন শিল্প প্রতিষ্ঠা করেন নাই এবং যেসব শিল্প কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ আছে সেগুলোর লিজ বাতিল করে নতুন শিল্প উদ্যোক্তাদের মাঝে প্লট বরাদ্দ দেওয়া হবে। যাতে রাজবাড়ী জেলাকে শিল্প সমৃদ্ধ জেলায় পরিণত করা যায়।
আলোচনা সভার শেষে রাজবাড়ী বিসিক শিল্প নগরীতে উৎপাদিত ব্র্যাকের রেশম সুতার তৈরী উন্নতমানের রেশমী কাপড় জেলা প্রশাসককে উপহার প্রদানসহ বিসিক শিল্প নগরীর বিভিন্ন শিল্প-কারখানা পরিদর্শনের জন্য বিসিকের পক্ষ থেকে জেলা প্রশাসককে আমন্ত্রণ জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!