বুধবার, ১৪ মে ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মার্শাল আর্ট প্রশিক্ষণের উদ্বোধন॥বখাটেদের শায়েস্তা ও আত্মরক্ষার জন্য॥

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯

॥চঞ্চল সরদার॥ দুই মাস আগে রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের এক অনুষ্ঠানে গিয়ে বখাটেদের শায়েস্তা ও আত্মরক্ষার জন্য ছাত্রীদের মার্শাল আর্ট শেখানোর ঘোষণা দিয়েছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার)।
তিনি তার দেয়া সেই কথা রাখলেন। তার উদ্যোগে গতকাল ২রা অক্টোবর থেকে বিদ্যালয়ের ছাত্রীদের মার্শাল আর্ট প্রশিক্ষণ শুরু হয়েছে। বেলা ১১টায় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এই মার্শাল আর্ট প্রশিক্ষণ উদ্বোধন করেন। এ সময় তিনি নিজে ছাত্রীদের মার্শাল আর্টের বিভিন্ন কৌশল দেখিয়ে দেন এবং প্রশিক্ষণ কার্যক্রম প্রত্যক্ষ করেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে মার্শাল আর্ট প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ ফজলুল করিম, রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার, বিশেষ শাখার (ডিএসবি) অফিসার ইনচার্জ মির্জা আবুল কালাম আজাদ এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেজাউল হাসান খানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন বিদ্যালয়ের ছাত্রী কুইন।
উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার) বলেন, এই মার্শাল আর্ট প্রশিক্ষণের উদ্দেশ্য হলো কোন ছাত্রী যদি খারাপ ছেলেদের ইভটিজিংয়ের মুখোমুখি হয় তাহলে সে নিজেই তা প্রতিরোধ করতে পারবে। এতে ছাত্রীদের শারীরিক সুস্থতা ও মানসিক শক্তি বাড়বে। পর্যায়ক্রমে অন্যান্য স্কুলেও এটা শুরু করবো।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস বলেন, এই মার্শাল আর্ট প্রশিক্ষণের ফলে ছাত্রীরা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারবে। আমাদের স্কুলটাকে বেছে নেয়ায় পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। স্কুলের অষ্টম ও দশম শ্রেণীর ছাত্রীরা বাদে অন্য শ্রেণীগুলোর হাজার খানেক শিক্ষার্থীর প্রত্যেকেই এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবে।
উল্লেখ্য, কবির হোসেন নামের একজন এসআই’র নেতৃত্বে মাসব্যাপী দশটি সেশনের মাধ্যমে বিদ্যালয়ের ছাত্রীদের এই মার্শাল আর্ট প্রশিক্ষণ দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!