॥স্টাফ রিপোর্টার॥ কে হচ্ছেন রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। এমন প্রশ্ন শুধু চন্দনীতেই নয় উপজেলার সর্বত্রই এ আলোচনা চলছে। কারণ সভাপতি পদে ৬জন ও সাধারণ সম্পাদক পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করায় এমন প্রশ্নের সৃষ্টি হয়েছে। আগামী ৪ঠা অক্টোবর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর বিকেলে চন্দনী রাজিয়া বেগম উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে যারা প্রতিদ্বন্দিতা করবেন তারা হলেন, মোঃ মিজানুর রহমান শাহীনুর, মোঃ আকরাম হোসেন, মোঃ আলাউদ্দিন শেখ, সোলাইমান মিয়া সূর্য, হবিবর রহমান হবি ও মোঃ সালাম শেখ।
এছাড়াও সাধারণ সম্পাদক পদে যারা প্রতিদ্বন্দিতা করবেন তারা হলেন, আব্দুর রব, সেলিম রেজা, হাসান খান ও কামরুল ইসলাম।
সভাপতি পদে মিজানুর রহমান শাহীনুর বয়সে তরুণ হলেও জয়ের পাল্লা তার দিকেই ঝুলে আছে বলে বিভিন্ন কাউন্সিলরবৃন্দ ও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে।
তাদের মতে এ পদে কয়েকজন প্রার্থী বয়সে তার তুলনায় প্রবীণ হলেও তাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এদের মধ্যে কারোর পরিবারের সদস্যরা ভিন্ন রাজনীতির সাথেও যুক্ত রয়েছেন। এমনকি বিগত ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করার অভিযোগও রয়েছে তাদের পরিবারের বিরুদ্ধে। এসব কারণে এবারের নির্বাচনে সৎ যোগ্য এবং নতুন কাউকে এ পদে বসাতে চান বলে তাদের মধ্যে ঐক্যমত সৃষ্টি হয়েছে এবং সেটা তারা ভোটের মাধ্যমেই প্রমাণ করতে চান।
তারা আরো বলেন, মিজানুর রহমান শাহীনুর আওয়ামীলীগ পরিবারের সন্তান। তার বাবা খন্দকার ওয়াজিউল্লাহ বিগত ৩বার চন্দনী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। তার বড় ভাই খন্দকার নজরুল ইসলাম ঢাকা মহানগর শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও অগ্রণী ব্যাংকের কেন্দ্রীয় সিবিএ’র সভাপতি পদে রয়েছেন।
মিজানুর রহমান শাহীনুর বলেন, তিনি নির্বাচিত হলে দলের সবাইকে সাথে নিয়ে চন্দনী ইউনিয়ন আওয়ামীলীগকে আরো শক্তিশালী ও বেগবান করার সক্রিয়ভাবে কাজ করবেন।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে আব্দুর রবকে আবারো দেখতে চান ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা।