সোমবার, ১২ মে ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ক্যাসিনো বিএনপির সৃষ্টি॥যুবদল থেকে যুবলীগে এসে কোটি কোটি টাকা বিদেশে পাঠানো হয়েছে — এমপি জিল্লুল হাকিম

  • আপডেট সময় বুধবার, ২ অক্টোবর, ২০১৯

॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেছেন, ক্যাসিনো বিএনপির সৃষ্টি। তারেক জিয়ার সৃষ্টি, হাওয়া ভবনের সৃষ্টি। যুবদল থেকে যুবলীগে এসে ক্যাসিনো জুয়ার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঠানো হয়েছে। এতে দেশের অর্থনীতির ক্ষতি হয়েছে।
গতকাল ১লা অক্টোবর দুপুরে বালিয়াকান্দির এলাহী কমিউনিটি সেন্টারে বালিয়াকান্দি সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোঃ জিল্লুল হাকিম আরও বলেন, যারা দলের জন্য যারা কাজ করবে তাদেরকে মূল্যায়ন করা হবে। আমলনামা দেখে নেতা নির্বাচন করা হবে। আওয়ামী লীগ এখন অনেক শক্তিশালী ও ঐক্যবদ্ধ। দেশ আজ অনেক এগিয়ে। দেশের জন্য, জনগণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
বালিয়াকান্দি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল আলম মন্টুর সভাপতিত্বে এবং সাধারণল সম্পাদক এমরুল আহসান পুলকের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রফেসর ফকরুজ্জামান মুকুট, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লা, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ও বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম সুফি, সাংগঠনিক সম্পাদক সনজিৎ রায় প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার খান, যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম ফরিদ হোসেন বাবু, এহছানুল হাকিম সাধন, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, মতিয়ার রহমান, হাসানুজ্জামান বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকিরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে সমঝোতার মাধ্যমে শামছুল আলম মন্টুকে পুনরায় সভাপতি, এমরুল আহসান পুলককে পুনরায় সাধারণ সম্পাদক, আলমগীর হোসেন মোল্লা ও হেমায়েত হোসেন খানকে সহ-সভাপতি এবং সাখাওয়াত হোসেন বিপ্লব ও বিপ্লব মোল্লাকে যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!