॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ (১-৭ অক্টোবর)-এর উদ্বোধন করা হয়েছে।
রাজবাড়ী সিভিল সার্জন অফিসের আয়োজনে গতকাল ১লা অক্টোবর বেলা ১২টায় নূরজাহান হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক দিলসাদ বেগম প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন। সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শামসুন্নাহার চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, অন্যান্যের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার বজলুর রহমান, নূরজাহান হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী রন্টু, সহ-সভাপতি এ.জে মিন্টু প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাগতা সরকার, পৌরসভার টিকাদান সুপারভাইজার শেখ রহমান আলী ও নাজিম উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা পর্বের শেষে বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষার্থীকে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হয়।