পদ্মা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জরুরী করণীয় নির্ধারণে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার গতকাল ১লা অক্টোবর বিকাল ৪টায় রাজবাড়ীসহ বিভিন্ন জেলার জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেন। রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জেলা প্রশাসক দিলসাদ বেগম ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম শেখসহ অন্যান্য কর্মকর্তাগণ এতে অংশগ্রহণ করেন -মাতৃকণ্ঠ।